হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত একটি লঞ্চ ঘাট পরিদর্শনে আসলেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)ড.এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ফাওজুল কবির খান।তারা শুক্রবার (৯ মে) সকাল ১০ টার সময় উপজেলার পুরাতন লঞ্চ ঘাট নেমে দীর্ঘ যুগ ধরে পরিত্যক্ত গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীর হাট(তুলাতলী) লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএ,র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন।অবহেলিত এ উপজেলায় লঞ্চ চলাচলের গতি বাড়ানোর জন্য নদী পথ ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন,বিদ্যুৎ,জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ- পরিবহন,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)ড.এম সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নদীতে প্রতি বছর পলি জমে। এ জন্য নদীতে ড্রেজিং করা প্রয়োজন। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে তখন সে জায়গা অনেক উন্নত হয়। ব্রিগেডিয়ার জেনারেল (অব) আরো বলেন এটা আমার জম্ম ভিটা, আগে এ নদী দিয়ে বড় বড় লঞ্চ, জাহাজ চলাচল করতো।এখন পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। নদী খনন করে চ্যানেল তৈরি করা যায় তাহলে উন্নত লঞ্চ ঘাট করে দেয়া হবে। তাতে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওসার, জেলা প্রশাসক বরিশাল মোঃ দেলোয়ার হোসেন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন,ড্রেজিং প্রকল্পের প্রধান প্রকৌশলী,
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।