পলাশ দাস।।
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে ট্রলার দুর্ঘটনায় জেলের মৃত্যু।
জানা যায় ২৭ অক্টোবর উপজেলার বাউশিয়া গ্রামের নয়ন বেপারী (৬২) মেঘনা নদীতে মাছ শিকার করতে যায়। চার সন্তানের জনক অসহায় এই জেলে মা ইলিশ রক্ষা অভিযানকে উপেক্ষা করে মাছ শিকার করতে গিয়েছিল।
ভাগ্যের নির্মম পরিহাস বাপ বেটা মাছ শিকার করতে যায়। ২৮ অক্টোবর ভোর রাতে প্রশাসনের অভিযান পরিচালনার স্পিডবোর্ডের শব্দ ভেবে অস্থির হয়ে দ্রুত গতিতে ট্রলার চালায়।
তখন নয়ন বেপারী ট্রলার থেকে পড়ে ডুবে যায় আঘাত পায় ট্রলারের পাখায়। এতে নয়ন বেপারীর বাম পাশের পাঁজরের নিচে হাড় ভেঙ্গে যায়।
তখন অচেতন নয়ন বেপারীকে উদ্ধার করে তার ছেলে ফরিদ বেপারী। নিয়ে যায় হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস দেওয়ান জানান ট্রলার থেকে লাপিয়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে নয়ন ব্যাপারীর মৃত্যু।
হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানায় নয়ন বেপারী ও তার ছেলে মেঘনায় মাছ শিকার করতে যায়। অজ্ঞাত স্পিড বোটের শব্দ পেয়ে ট্রলার দ্রুত গতিতে চালায়। তখন নয়ন বেপারি ট্রলার থেকে লাফিয়ে পড়ে ডুবে যায়। এমনকি ট্রলারের পাখার আঘাতে পাঁজরের হাড্ডি ভেঙ্গে যায়। নিহত নয়ন বেপারীর মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল সেবা চীন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।