হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তারা বলেন প্রতি রাতেই হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় সিঁদুর ও গরু চুরি হয়ে থাকে।
আজ সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, ধুলখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল। এছাড়াও বক্তব্য রাখেন ভাষা সৈনিক আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা, থানা পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন যতক্ষণ মাদক নির্মূল করা না যাবে ততক্ষণ আমাদের এই সমাজে চুরি ডাকাতি সহ নানা ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। তারা আরো বলেন কিছুদিন আগে উপজেলার সদর বিএল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর দরজা ভেঙ্গে আটটি ল্যাপটপ চুরি হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনায় মামলা দায়ের পরেও এখনো চোর সনাক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন। আবার অনেক বক্তরা বলছেন হিজলা সাবরেজিস্ট্রার অফিসে প্রতিটি দলিল থেকে অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে ৫ থেকে ৬ পার্সেন্ট।