হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলা বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন এমপি পংকজ নাথ।
বিকাল চারটা থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত উপজেলার পুরাতন হিজলা কালিকাপুর হরিনাথপুর সহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ আলী, যুগ্মসাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অশোক কুমার চ্যাটার্জী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম, যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোলাইমান হোসেন শান্ত সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।