নিজস্ব প্রতিবেদক।।
সরকার পদত্যাগের পর পরই সারা দেশের ন্যায় বরিশালের হিজলা উপজেলায় বিএনপির সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার জনতার আনন্দ মিছিল।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেন দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শাসন থেকে দেশ মুক্ত।
একই ভাবে উপজেলার বিভিন্ন এলাকায় খন্ড খন্ড আনন্দ মিছিল। উত্তাল হিজলার প্রতিটি জনপদ।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, জামায়াতে ইসলাম, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র সহ সাধারণ মানুষ।
রাস্তাঘাটে কোন প্রশাসন ছিল না।
উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গাফফার তালুকদার সাংবাদিকদের জানান দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসনের হাত থেকে দেশ রক্ষা পেল। তিনি আরো বলেন অসংখ্য বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল।