নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের হিজলায় বিএনপি’র সংবাদ সম্মেলন।
৭ অক্টোবর সকাল ১১ টায় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।
শুরুতেই সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয় ৫ ই আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর কতিপয় ব্যক্তি বিএনপি’র সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে, উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল গাফফার তালুকদার সদস্য সচিব দেওয়ান মনির হোসেন ও যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকন এর বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে ধর্ষণ লুটপাটসহ নানা ধরনের অভিযোগ দায়ের করা হয়। আনিত অভিযোগের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।
এছাড়াও মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানা।
তারই প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য অনুরোধ জানান।