হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় অভয়াশ্রম এ ইলিশ
রক্ষার অভিযানে নৌ পুলিশ মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১৬ জেলে আটক, মৎস্য আইনে নিয়মিত মামলা।
জানাযায় পহেলা এপ্রিল হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
হিজলা নৌ পুলিশ ইনচার্জ তরিকুল ইসলাম জানায় অভয়শ্রম শুরু থেকেই নৌ পুলিশ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোটি কোটি মিটার কারেন্ট জাল সহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরো বলেন টানা একমাস অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে মাছ শিকার এর অপরাধে ২৮৯ জন জেলিকে আটক করা হয়েছে।
আটককৃত জেলেদের মধ্যে ৬৩ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বাকিদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ বলেন সরকারে দেয়া অবআশ্রমের অভিধান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com