হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র তৈরির মহোৎসব। আতঙ্কে সর্বস্তরের মানুষ।
৩১ ডিসেম্বর বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নে চর হিজলা গ্রামে হানিফ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে হিজলা থানা পুলিশ দুটি রামদা সহ অস্ত্র তৈরির সরঞ্জাম এবং একজনকে আটক করেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় হানিফ তালুকদারের ছেলে রিয়াজ ও মান্নান খানের ছেলে সোহেল সহ ১০/১২ জন ওয়ার্কশপের মেশিনপত্র নিয়ে রামদা চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র তৈরি করে। স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে হিজলা থানার এস আই নুরুল আমিন ও এ এস আই বশিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চর হিজলা গ্রামে অভিযান চালিয়ে আমির সরদারের ছেলে আজিজকে গ্রেপ্তারে করেছে।
স্থানীয়রা বলছে যারা এই অস্ত্র তৈরি করতে ছিল তারা সবই স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন দপাদার লোকজন।
তবে বিষয়টি প্রত্যাখ্যান করে ইউপি সদস্য আলাউদ্দিন দফাদার বলেন সন্ত্রাসীরা আমার লোক হতে পারেনা।
সচেতন মহল বলছে এ ধরনের অস্ত্র নির্বাচনের দিন কিংবা আগে ব্যবহারের জন্যই তৈরি হচ্ছে। তারা আরো বলেন স্থানীয় আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে দলটি দুই ভাগে বিভক্ত। এমনকি উভয় পক্ষই মারমুখী অবস্থানে রয়েছে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন একজনকে আটক করা হয়েছে বাকিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া দিন।