নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর পূর্বকান্দি সরদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩০ জুলাই ২০২৪ রোজ মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ এর যৌথ আয়োজনে ১টি বাড়িতে অভিযান পরিচালনা করে ২৮৭ বান্ডেল নতুন ইলিশ কারেন্ট জাল যা প্রায় ০১ লাখ ৪৩ হাজার ৫০০ মিটার জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। হয়েছে। জালের আনুমানিক মূল্য প্রায় ০৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে সুরাইয়া হাওলাদার (৩২) কে ০১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দেন নৌ পুলিশ হিজলা এর সাব ইন্সপেক্টর মোঃ জহিরুল হক ও উপ সাব ইন্সপেক্টর মোঃ শাহিনুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।