হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া প্রিমিয়ার লিগ -২০২৪ এর নবম আসরের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। আজ ১৪ই এপ্রিল দুপুর ৩টায় কাউরিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার।
কাউরিয়া প্রিমিয়ার লিগের ফাইনালে কাউরিয়া স্পোর্টিং ক্লাব বনাম রুপকথা স্পোর্টিং ক্লাব মধ্যকার ম্যাচটি আম্পায়ার সৈনিক আল আমিন ও আশীষ কুমার সিংহের সহযোগিতায় পরিচালনা করেন খন্দকার ইলিয়াস শাহ। এসময়ে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) মোজাম্মেল হোসাইন ।ক্রীড়াবিদ জহিরুল আলম নবু, হিজলা উপজেলা যুবলীগের সভাপতি মিজান সরদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি, হিজলা উপজেলা ছাত্রলীগ নেতা নুরুজ্জামান মাহমুদ জয়, বাহাউদ্দীন নাসিম প্রমুখ। ফাইনালে বিজয়ী টিম কাউরিয়া স্পোর্টিং ক্লাবকে ১টি ফ্রিজ ও রানার্সআপ টিম রূপকথা স্পোর্টিং ক্লাব কে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন দেয়া হয়। দীর্ঘ ৯ বছর যাবত কাউরিয়া প্রিমিয়ার লিগের আয়োজন করেন কাজী পারভেজ, কাজি হুমায়ুন, কাজী সুলায়মান, সাওন সরদার।