বরিশালের হিজলা উপজেলায় যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী( প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৫ টার সময় উপজেলার খুন্না বাজার আওয়ামীলীগের দর্লীয় কার্যালয়ে এ সভা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার তার বক্তবে বলেন আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ একটি আদর্শ সংগঠন।এই সংগঠনে কোনো অনিয়ম নেই। এই সংগঠনের নাম বিক্রি করে অপরাধ করলে দল তার দায় নিবেনা।কেউ এখন আর হিজলায় যুবলীগের ভুয়া পরিচয় দিবেন না।কারন
যুবলীগের বৈধ কমিটি রয়েছে।যদি কেউ পরিচয় দেন তাহলে সাবেক ব্যবহার করবেন। তিনি বর্তমান যুবলীগের কমিটির নেতাদের বিভিন্ন ইউনিয়ন কমিটির গঠন করার দিকনিদেশর্না দেন।
কর্মীসভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সৈয়দ রকিবুল ইসলাম তানভীর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমির হোসেন নান্নু মাষ্টার,যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মাহিম, বরজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসার হাবীব হিরন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের মৃধা, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্সি মোঃ এছহাক আমিন, হিজলাগৈারবদী ইউনিয়নের সাধারন সম্পাদক আলাউদ্দিন দফাদার, হরিনাথপুর ই্উনিয়নের সাধারন সম্পাদক আলতাফ সরদার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, মৎস্যজীবী লীগের সভাপতি রেজা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।