লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধা দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের পদত্যাগ কর্যকর দাবিতে শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা বিক্ষোভ করেছে।
রোববার (২৪ আগষ্ট) দুপুরে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে ব্যানার ও হাতেলেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে মিছিল করেন। তবে এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলো না। বিক্ষোভ সমাবেশে এলাকাবাসি, অভিভাবকসহ ওই বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক অংশ গ্রহন করেন।
আন্দোলনরত শিক্ষার্থী নাজমিন আরজিনা নুপুর ও মোরশেদা খাতুন বলেন, ‘দফা এক দাবি এক, প্রধান শিক্ষকের পদত্যাগ। তিনি দুর্নীতিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। কয়েকদিন আগে তিনি নিজেই পদত্যাগ করেছেন। কিন্তু এখনো সেটি বাস্তবায়ন হয়নি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নানা ধরনের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমন, নানান অনিয়মের বিষয় ব্যানারে উল্লেখ করে তার পদত্যাগের দাবি করেন।
সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার বকুল বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তাদের সমর্থন করেছি। গত ১২ বছরে অনেক নিযার্তনের শিকার আমরা। তাই তাদের সঙ্গে সহমত পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেছি।
এ বিষয়ে দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।