সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মোৎসব উপলক্ষে শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক ২০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন কালে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, হত্যা ও ষড়যন্ত্রকারীদের সাথে কখনো আপোষ করেননি শেখ হাসিনা। দেশে শান্তি,উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ থাকবে বাংলাদেশ। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের কাছে দোয়া চান। সকালে সংসদ সদস্য পংকজ নাথ পাতারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, উপজেলা শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, মোস্তফা রাড়ি, কাদের ফরাজি, মহিউদ্দিন তালুকদার, সামছুল বারী মনির, পৌর কাউন্সিলর মশিউর রহমান নাদিম, সাইফুল ইসলাম সরদার, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।