***সড়ক দুর্ঘটনা: অভিনেতা জুনায়েদের অস্ত্রোপচার চলছে
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর গুলশানে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের চার অভিনয়শিল্পী শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী। এতে গুরুতর আঘাত পেয়েছেন জুনায়েদ বোগদাদী। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন—‘দুর্ঘটনার শিকার গাড়িটিতে ছিলেন শরীফুল রাজ, নাফিজা তুষি, জুনায়েদ বোগদাদী, খায়রুল বাসার ও নাসিফ নামে তাদের এক বন্ধু। গাড়িতে সবার মাঝে বসেছিলেন জুনায়েদ বোগদাদী। তিনিই বেশি আঘাত পেয়েছেন। পাঁচ-সাতটা দাঁত ভেঙে গেছে, ঠোঁট কেটে গেছে; রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এখন জুনায়েদের অপারেশন চলছে।’
জুনায়েদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন নাসিম। তিনি বলেন, ‘সবারই জ্ঞান ফিরেছে। পাঁচজনের মধ্যে দুজনের কলারবোন ভেঙে গেছে। কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন জুনায়েদ। সবার পরিবারের সদস্যরা এখন হাসপাতালে অবস্থান করছেন।’
দুর্ঘটনার শিকার অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘আমাদের বহন করা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর পরই আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে বেঁচে গেছি, এখনো ট্রমার মধ্যে আছি।’
সম্প্রতি মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মটি। ভ্রমণ–রোমাঞ্চ–ট্র্যাজেডি, নানা ঘরানার এ সিনেমা মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছে। এতে সিফাত চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী। তার বিপরীতে কথা চরিত্রটি রূপায়ন করেছেন তাসনিয়া ফারিণ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—শরিফুল রাজ, নাজিয়া হক অর্ষা, নাজিফা তুষি, ইয়াশ রোহান, খায়রুল বাসার প্রমুখ।