নিজেস্ব প্রতিবেদকঃ-
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর দায়ের কোপে ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হওয়া সুমাইয়া আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না বলে জানা গেছে। রোববার (১৪ নভেম্বর) থেকে এ পরীক্ষা শুরু হবে। সুমাইয়া বর্তমানে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার সোহাগপাড়া এলাকায় সুমাইয়ার স্বামী সাইফুল ইসলাম স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে জখম করেন। পরে পুলিশ তাকে আটক করে।
গোড়াই উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল সুমাইয়ার। কিন্তু আঙুল বিচ্ছিন্ন হওয়ায় তার পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া বলেন, আমার মা গার্মেন্টসে চাকরি করে সংসার এবং দুই বোনের লেখাপড়ার খরচ চালিয়েছেন। অনেক আশা নিয়ে লেখাপড়া করছিলাম। আমার সহপাঠীরা সবাই পরীক্ষায় অংশ নিচ্ছে। আমি আঙুল হারিয়ে হাসপাতালে ভর্তি থাকায় পরীক্ষা দিতে পারছি না।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান বলেন, কোনো পরীক্ষার্থী ‘সিক বেডে’ পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেনি।