মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মির্জাগঞ্জে রাফিদ আহম্মেদ সিজান নামের এক স্কুল ছাত্রকে ঘরে ডেকে নিয়ে রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার রাতে শিক্ষার্থীর মা মার্জিয়া রীনা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।শিক্ষার্থী রাফিদ আহম্মেদ সিজান মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি র,ই মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পাস করেছে।
জানা যায়, গত বুধবার দুপুর ১২টার দিকে সুবিদখালী সরকারি কলেজ মাঠ থেকে তানভির মৃধা তার বাসায় ডেকে নিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং একটি কক্ষে আটকে রাখে। পরক্ষণে তানভির মৃধা ও তার বাবা বাদল মৃধা রড ও লোহারপাইপ দিয়ে বেধর মারধর করে। এক পর্যায়ে জিসানের ডাক চিৎকার সুনে আসে পাসের মানুষ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিক্ষার্থী জিসানের মা জানায় , আমার ছেলেকে ডেকে নিয়ে তানভির ওতার বাবা রড ও পাইপ দিয়ে মারধর করে। এরা সন্ত্রাসী। এলাকায় তারা প্রভাবশালী হওয়ায় তাদেরকে অনেকেই ভয় পায়। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি বলেন , এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে- মর্মে বুধবার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।