ঢাকা জেলা প্রতিনিধি –
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ব্যতিক্রমধর্মী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সহিত জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়। শনিবাব (১ জানুয়ারি -২০২২ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই স্কুল মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেনকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২৫ হাজার নারী-পুরুষ এ গণভোজে অংশ গ্রহন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বক্তব্যকালে তিনি সোমভাগ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরেন। এ ছাড়াও ভবিষ্যতে সমগ্র ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে তার মধ্যে সোমভাগ ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে নানা উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, ধামরাই পৌরসভার কাউন্সিলরৃন্দ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন , সহযোগী সংগঠন এর৷ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ , এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সোমভাগ ইউনিয়নের সাধারণ জনগণ এ’সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।