সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়ােগ বানিজ্য, আসবাবপত্র ও বই বিক্রি, সার্টিফিকেট বানিজ্যসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযােগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আবেদ এর পদত্যাগের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ আন্দলনের সমর্থন জানিয়ে সকল শিক্ষক কর্মচারীগন মানববন্ধনে অংশগ্রহন করেন।
এতে সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সিনিয়ার শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক আব্দুল গফুর খান , মনি কুমার সাহা, বিথী রানী, অফিস সহকারী ইমদাদুল হক লিটন, এছাড়া ও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাশিমুজ্জাম সরকার , ওয়াহিদুর রহমান বাদল, জহুরুল ইসলাম, মমিনুল, আশিকুর রহমান স্বপন, শফিকুল ইসলাম সুমন, রবিউল ইসলাম রুবেল, সােয়াইব বিন শাহজাহান , শাহজালাল , রাশদুজ্জামান আশিক সহ অভিভাবকরা বক্তব্য রাখেন।
বক্তব্যে উল্লেখ করেন,প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম আবেদ আওয়ামীলীগের ইউনিয়নের সেক্রটারী থাকার সুবাদে প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক হিসাবে ২০১০ সালে বিদ্যালয়ে যােগদান করে। আবেদ আলী যােগদানের পর হতে ২০২৪ সালে চলতি বছর পর্যন্ত ১১ জন সহকারী শিক্ষক ও ৪ জান কর্মচারী নিয়ােগ ২ কােটি টাকার অধিক নিয়ােগের বানিজ্য করেছেন। বানিজ্যর টাকা দিয়ে বিদ্যালয়ের কােন প্রকার উন্নয়ন মূলক কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছেন বলে মর্মে জানা যায়। এছাড়াও প্রতি মাসে শিক্ষার্থীদের নিকট হইতে বাধ্যতামূলক বিদ্যুৎ বিলের অযুহাতে মাসিক ১০ টাকা চাঁদা আদায়, নতুন বই বিতরণের সময় জনপ্রতি ২/৩ শ টাকা গ্রহন, এস এস সি সার্টিফিকেট গ্রহণে ১০০০/৫০০ শত টাকা প্রশংসাপত্র , মার্কসীট, প্রত্যয়ন নিতে ও শিক্ষার্থীদের গুনতে হতো নগদ টাকা ।