সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাচালিয়া পূর্বপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে শামীম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী শিরিন খাতুন (৩৫)।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে শামীম হোসেনের সাথে স্ত্রী শিরিন খাতুন এর টাকা পয়সা নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয় একপর্যায়ে স্ত্রী শিরিন খাতুন শামীম হোসেনের মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন এতে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এবিষয়ে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শিরিন পলাতক রয়েছেন আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।