সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সদর উপজেলার সায়েদাবাদ এলাকায় গত বুধবার (১২ জানুয়ারি) এক মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ এলাকার বড় সারুটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. বাবু শেখ (৪০)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক মো. মাসুদ পারভেজ।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সায়দাবাদের সারুটিয়া গ্রামে অভিযান চালিয়ে বাবুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবত বাবু আইনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলো। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।