সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন ও সয়দাবাদ ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) সিরাজগঞ্জ এর দুটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার সময় ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ের বনবাড়ীয়া ঈদগাহ হতে মোড়গ্রাম পর্যন্ত নতুন সড়ক উন্নয়ন ( চেইঃ ১১৮৪- ১৭৪২ মিঃ) এবং সকাল ১১ টার সময় সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা বাজার পূর্ব মোহনপুর পর্যন্ত সড়ক উন্নয়ন ( চেইন -০০-৭০০মিঃ) কাজের ভিত্তি স্থাপন শেষে পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি সিরাজগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সহকারি নির্বাহী প্রকৌশলী বদরুদ্দোজা, সদর প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সয়দাবাদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম, কালিয়াহরিপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর সেখ প্রমুখ।