সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রনি নামের তৃতীয় লিঙ্গের এক প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে (ইউপি) সদস্য হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছে। জানা গেছে, অপরদিকে একই উপজেলার তালম ইউনিয়নে তৃতীয় লিঙ্গের কাজলী নামের আরেক জন প্রার্থীতা করছেন। তিনি গতবারও প্রার্থী হয়েছিলেন। তৃতীয় লিঙ্গের রনি আসন্ন ৫ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নে ৬,৭ ও ৮নং ওয়ার্ডে সংরক্ষিত (নারী) ইউপি সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ও মাগুড়া ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: আক্তারুজ্জামান । অনুষ্ঠিত হতে যাওয়া দেশের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করেছেন রনি। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। আমাদের কেউ নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষকে দেখলেই একটু অন্য চোখে দেখা মানুষ ইতিমধ্যে কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে নির্বাচন দেখেছে। দেশের উন্নয়ন অগ্রগতিত অংশীদার হতে আমি এ নির্বাচনে অংশগ্রহণ করছি।