সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক আকবর আলী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (২ ফেব্রুয়ারী ) রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ী বাজারে একটি দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেলকুচি সার্কেল সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ী বাজারে একটি দোকানে বসেছিলো আকবর আলী ও তার লোকজন। এ সময় দুবৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এখন পর্যন্ত এ ঘটনার কোন কারণ জানা যায়নি।