রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার গাড়িতে হামলার ঘটনায় এজাহার দিতে থানায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, মুহাম্মদ শাহজাহান ওমর ২০২৩ সালে ৩০ ডিসেম্বর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে ঝালকাঠি-১ আসনে এমপি নির্বাচিত হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পতনের পরে গত বুধবার সকালে তিনি প্রথম বরিশালে আসেন। সেখান থেকে বৃহস্পতিবার সকালে রাজাপুরে তার গ্রামের বাড়ি সাংগরের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় পথোমধ্যে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি এলাকায় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে তিনিসহ তার ড্রাইভার ও হাইকোর্টের ক্লের্ক আহত হয়। এঘটনায় তিনি রাজাপুর থানায় এজাহার দিতে আসলে পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করেন।
এদিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় শাহজাহান ওমরের বাড়ি মাহজাবিনে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দুই দফায় হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, পার্স্ববর্তী কাঠালিয়া থানায় ধায়ের হওয়া একটি মামলায় মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।