কুষ্টিয়া প্রতিনিধিঃ
সাইবার নিরাপত্তা আইন নামের কালো আইন বাতিল ও সারাদেশের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামিউল হাসান অপুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার সত্য তথ্য এবং সত্য সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের কন্ঠ রোধ করতে কখনো ডিজিটাল নিরাপত্তা আইন আবার কখনো সাইবার সিকিউরিটি এ্যক্ট এবং সাইবার নিরাপত্তা আইন সাংবাদিকদের কন্ঠরোধ করে রাখা হয়েছে।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম এ জিহাদ , প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই , সদস্য সেহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, শাহারিয়ার ইমন রুবেল, আব্দুম মুনিব, দৈনিক ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ্জামান, এ.এইচ. এম আরিফ,দৈনিক খবরওয়ালার ভারপাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ, এটিএন বাংলার তুহিন আহমেদ, কুমারখালি প্রেসক্লাবের সভাপতি সোহাগ মাহমুদ, তুহিন খন্দকার, নাজমুল হাসান, এ জে সুজন, এম রাসেল, দৈনিক কৃষি কন্ঠের সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, খন্দকার সোহেল টানু, কাজী সাইফুল, হাসনাত রাব্বু, শুভ, আল আমিন হোসেন, দৈনিক দিনের খবর পত্রিকার মাহাতাব উদ্দিন লালন,এশিয়ান টিভির ক্যামেরাম্যান রাব্বিসহ জেলার সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন।