নিজেস্ব প্রতিবেদক।।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মৌমাছির কামড়ে তারা মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও মৌমাছির কামড়ে আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলো-দুলাল (৪৫) এবং নাথেরপাড়া গ্রামের রাসেল (৪০)। ৮ নভেম্বর সোমবার ২০২১ সকালে উপজেলার আওনা ইউনিয়নের তটনীআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া ওই গ্রামের মৃত আহেজ মণ্ডলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে তারা মিয়া বাড়ির পাশে নিজের পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। এসময় এলাকায় ছড়িয়ে পড়া মৌমাছির দল তাঁকে আক্রমণ করে। মৌমাছির এলোপাতাড়ি কামড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে রওনা করলে তিনি পথেই মারা যায়।