গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \
সরকারি নির্দেশনা উপেক্ষা করে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বাটাজোর-সরিকল প্রবাহমান খালের বাটাজোর বন্দর সংলগ্ন এলাকার খালের একটি অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে আসছে প্রবাসী জাকির হোসেন ও করিম তালুকদার। উপজেলা প্রশাসন থেকে খাল দখল না করতে ওই দুই দখলকারীকে মৌখিক নির্দেশনা দেওয়া হলেও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বুধবার সকাল থেকে খাল দখলের কাজ অব্যাহত রাখা হয়েছে। খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে বলেও উল্লেখ করেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে খালের মধ্যে থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও দখল কাজ চালিয়ে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।