লিখন রাজঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক নির্মূলের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২-আগষ্ট) দুপুর বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মূফতি ইমদাদুল্লাহ হাসেমি, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান জিহাদি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, হাফেজ সাইফুল ইসলাম, মুফতি আল-আমিন,মুসআব জামান মাশরাফি, মাওলানা আল-আমিন সাইফি সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বাংলার জমিনে আর কোন যায়গায় মাদক ব্যবসা, সন্ত্রাসী ও চাদাবাজী করতে দেয়া হবেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ দেশের মানুষদের সাথে নিয়ে এসকল অবৈধ কার্যক্রমকে প্রতিহত করবে।