মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ট্রাস্টেড গ্রুপ এর আয়োজনে হতদরিদ্র, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ই ডিসেম্বর) বিকেলে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শ্রীমঙ্গল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এস এম আরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল যোবায়ের এবং সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদাউস সানি, তৌশিক দত্ত, সাজু রায়, ইতুন দেব, গোবিন্দ আচার্য্য, বর্ণিল ভট্টাচার্য, তন্ময় আচার্য্য, অর্দ্রিজ আচার্য্য, সৃজন রায়, বর্ণ পাল, হামজা আহমেদ, রাতুল পাল, কাব্য চক্রবর্তী প্রমুখ
উল্লেখযোগ্য যে, ৩০জন শিক্ষার্থীদের সমন্বয়ে গত বছর ২১শে ডিসেম্বর আমাদের এই সামাজিক গ্রুপ গঠন করেছি। তারই ধারাবাহিকতায় এই প্রথম আমরা গ্রুপের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম। আগামীতে আমরা ছিন্নমূল মানুষের মাঝে আমাদের গ্রুপের মাধ্যমে নানান ধরনের সেবা পৌঁছে দিব।