২৯শে আগষ্ট রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঋণের নমুনা চেক হস্তান্তর করা হয়েছে।
উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি’র) চেয়ারম্যান মো. আমীর হামজা জানান, বিআরডিবি’র ফরিদপুর মহিলা উন্নয়ন সমিতি ও বেতজুরী মহিলা উন্নয়ন সমিতির ওইসব সদস্যদের ব্যাংক হিসাবে ঋণের টাকা ট্রান্সফার করা হয়েছে। ওইসব নারী সদস্যরা তাদের নিজ সমিতিভুক্ত সদস্যদের নিয়ে ইতোপূর্বে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। চলমান করোনা সংকটে তাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। তৃণমূলে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে তাদেরকে সরকারি আর্থিক সহায়তা হিসেবে এ প্রণোদনা প্রদান করা হয়।এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুতফুন্নাহার মেজবাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নীলুফা আক্তার, বিআরডিবি’র চেয়ারম্যান আমীর হামজা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।