গাজীপুরের শ্রীপুরে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসানুল্লাহ হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। আরও বক্তব্য রাখেন ,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন মামুন, সাবেক গাজীপুর 3 আসনের সাংসদ অ্যাডভোকেট রহমত আলীর পি,এস,জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন তেলীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মৃধা জর্জ, গাজীপুর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব শেখ নুরুজ্জামান, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান ও স্থানীয় নেতৃবৃন্দ।