সামান্য একটু বৃষ্টি হলেই পানি উঠে পড়ত বাড়ির আঙিনায় ,তলিয়ে যেত পায়ে হাটার রাস্তা। এমনি করে দিন কাটছিল গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দুর্লভপুর (উত্তরপাড়া) গ্রামের প্রায় একশতরের ও বেশি পরিবারের। শুধুমাত্র একটি কালভার্টের অভাবে।
আর সেই কালভার্ট তৈরি করে দিলেন গাজীপুর জেলা পরিষদের সদস্য, আসন্ন বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব আনোয়ার হোসেন সরকার।
১৮ই আগষ্ট বুধবার দুপুরে কালভার্ট উদ্বোধন করেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন সরকার, উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইদ্রিস আলী, বরমী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য পাপিয়া সুলতানা শিলা,এল জি বাটারফ্লাইয়ের সহকারী ব্যবস্থাপক ভালুকা শাখার আনোয়ারা আজাদ (নয়ন), বরমী ইউ,পি সদস্য মোঃ হারুন অর রশিদ,ইউ পি সদস্য রনি আকন্দ,আর ও উপস্থিত ছিলেন কামরুল হাসান , মোয়াজ্জেম হোসেন চন্দন ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আর এই কালভার্ট উদ্বোধনের মাধ্যমে সাতখামাইর বাজার এবং সাতখামাইর স্টেশনের সংযোগের রাস্তাটি চলাচলের জন্য উপযোগী হল।