রানা খান, প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর):
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে বুধবার সকালে উপজেলা মিলনায়তনে প্রার্থীদের সাথে আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) খোন্দকার ইমাম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আল- নোমান সহ ইউপি নির্বাচনের সকল প্রার্থীগণ।
এসময় বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী কাজে ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলে ধরেন একে অপরের বিরুদ্ধে ।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীপুরে চারটি ধাপে বিভিন্ন ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ভোটারদের আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছে প্রশাসন। পঞ্চম ধাপে শ্রীপুরে আটটি ইউনিয়নের নির্বাচনেও ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হবো। কেউ যদি মনে করেন বল প্রয়োগ করে জয় ছিনিয়ে নিবেন, তাঁরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারার মতো চিন্তা করছেন। তাই এ ধরণের চিন্তা মাথায় না রেখে জনগণের কাছে যান। ভোটারদের কাছে গিয়ে আপনাাদের যোগ্যতা তুলে ধরেন।
প্রার্থীদের আভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃংখলা বাহিনী মাঠে কাজ করবে বলে জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। #