মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আগামীকাল (৯ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিন জনপদের সবচাইতে জনপ্রিয় নেতা, (আমতলী- তালতলী- কলাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, আমতলী উপজেলা ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম নিজাম উদ্দিন আহমেদ তালুকদারের ৩১তম মৃত্যু বার্ষিকী। ওই দিন তিনি ঢাকা প্রেসক্লাবের সামনে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
প্রিয় নেতার মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জনাতে বরগুনা জেলা, আমতলী, তালতলী উপজেলা আওয়ামী লীগ এবং তার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে দলীয় ও পরিবার সূত্র নিশ্চিত করেছে।