শেরপুর জেলা প্রতিনিধি:
পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তাদের দেওয়া হয় নানান পুরষ্কার, দেওয়া হয় উৎসাহ। সচারাচর কলম, খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স উপহার দেয় শিক্ষকরা। তবে এবার ব্যতিক্রম উদ্যোগ নেন শেরপুর জেলা শহরে অবস্থিত দারুস সালাম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান। শিক্ষার্থীদের ফলাফলের পুরস্কার স্বরূপ গাছ উপহার দেন তারা।
রবিবার (২ই জুন) দুপুরে মাদ্রাসার মাঠে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৮০ জন শিক্ষার্থীদের মাঝে ৪০০টি ফলজ ও পরিবেশ বান্ধব গাছ উপহার দেওয়া হয়।
দারুসসালাম মডেল মাদ্রাসার সকল শিক্ষকের উপস্থিতে গাছ পুরস্কার দেওয়া হয়েছে।
এ ব্যপারে মাদ্রাসা প্রধান মো. আবু হানিফ বলেন, বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারন হচ্ছে গাছ কেটে ফেলা এবং বেশি বেশি গাছ না লাগানো। তাই আমরা শিক্ষার্থীদের এবার গাছ পুরস্কার হিসেবে দিয়েছি যাতে করে তারা গাছ রোপনে উদ্বুদ্ধ হয় এবং অন্যদের যেন উদ্বুদ্ধ করে। এই চিন্তা থেকেই গাছ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।