সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
মেহেন্দিগঞ্জ উপজেলা পাবলিক হল ও ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশকে সুউচ্চ শিখরে অবতীর্ণ করেছেন। বাংলাদেশে উন্নয়নের নাম জননেত্রী শেখ হাসিনা। এসময় সাংসদ পংকজ নাথ আরো বলেন শৈশব, কৈশোর ও প্রথম জীবনের বহু স্মৃতি বিজরিত আমাদের এই পাবলিক ক্লাব। পাবলিক ক্লাব এটি পাবলিক প্রোপার্টি। এখন থেকে সকল প্রকার সামাজিক ও কালচারাল প্রোগ্রাম এখানেই করা যাবে। আজ বুধবার দুপুরে পাতারহাট পাবলিক ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাবলিক ক্লাবের সভাপতি এছাহাক খান, উপদেষ্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার মাহেব হোসেন, উপজেলা পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক মাষ্টার বশির উদ্দিন, উপদেষ্টা খোরশেদ আলম ভুলু, মাষ্টার আবুয়াল তছলিম খান, মাষ্টার বিষ্ণুপদ মজুমদার, প্রধান শিক্ষক জীবন নেছা লাইলি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম, অজয় গুহ, সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, ইউনুস চৌধুরী, রুহুল আমিন পলাশ, রাসেল সরদার, রিপন খান, সোহবার হোসেন সোহাগ, মহিউদ্দিন আহাম্মেদ রবিউল, অমিত দাস সহ পাবলিক ক্লাবের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।