মতিন রহমান, সিনিয়র রিপোর্টার:
দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন, নিপিড়ন ও নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যসহ সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগষ্ট) মাগুরা সদর থানার ভিতরে এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি জানান মাগুরায় কোটা সংস্কার আন্দোলনের নেতা মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সাইফ হৃদয়। এসময় তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, পুলিশ ও সাবেক শেখ হাসিনা সরকার দলীয় লোকেরা আন্দোলন চলাকালে তাদের ভাই বোনদের উপর হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে। মাগুরায় জেলায় চার শিক্ষার্থী মারা গেছে। এসব হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
এদিকে সরেজমিনে শনিবার শহরজুড়ে দেখা যায় সাধারণ মানুষের নিরাপত্তায় শিক্ষার্থী ও আনসার বাহিনীর লোকেরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। নাগরিকদের ভোগান্তি দূর করতে ও রাস্তায় যানজট কমাতে তাদের এই অবস্থান বলে জানান শিক্ষার্থীরা। মাগুরা শহরের ঢাকাররোড, ভায়নামোড় সহ শহরের মোড়ে মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ করা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা।
দেশের এই অবস্থায় শিক্ষার্থীদের এমন উদ্যোগে স্বাগত জানিয়ে প্রশংসা করেন সাধারণ জনতা। দেশের প্রয়োজনে জনতার প্রয়োজনে শিক্ষার্থীরা এভাবে এগিয়ে আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করছেন অনেকে।