শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা-গুধিবাড়ী সড়ক নয়, যেন পরিণত হয়েছে মরণফাঁদে! যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।
উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা বাজার থেকে গুধিবাড়ী হয়ে লোহিন্দাকান্দি গ্রামে যাওয়া একমাত্র আঞ্চলিক সড়ক হওয়ায়, এটি খুব গুরুত্বপূর্ণ সড়ক হয় উঠেছে। সড়কটি পোরজনা ইউনিয়নের জামিরতা উত্তর-পূর্বপাড়া, কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া, গুধিবাড়ী, লোহিন্দাকান্দি ও জাফরগঞ্জ গ্রামের প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে থাকে। তবে বিভিন্ন যায়গা সড়ক ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই আঞ্চলিক সড়কটি। কয়েকটি গ্রামের এই একটি পাঁকা সড়ক হওয়ায় ঝুঁকি নিয়ে হলেও প্রতিদিন যাতায়াত করে থাকে কয়েক হাজার মানুষ।
ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা বলেন, সড়কটি ভেঙ্গে যাওয়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনায় পরতে হয়। ঝুঁকিপূর্ণ হলেও পেটের তাগিদে গাড়ি চালাতে হচ্ছে বলে জানান চালকরা।
এলাকাবাসী ও যাত্রীরা জানান, এটি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য ছোট গাড়ি চলাচলের জন্য এই সড়কটি করা হয়।তবে মাঝে মধ্যে ভাড়ি যানবাহন চলাচলের কারনে অনেক যায়গায় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সময় ব্যাটারি চালিত অটোরিকশার স্কেল ভেঙ্গে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। জামিরতা বাজার থেকে জামিরতা সরকারবাড়ি পর্যন্ত ছোট বড় প্রায় ৮ থেকে ১০ যায়গা ভেঙ্গে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের দাবী যানান এলাকাবাসী।