শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ
যশোর শার্শার নাভারণ ক্লিনিক থেকে এক দিনের বয়সের সেই চুরি হওয়া নবজাতক বাচ্চাকে ২০দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা হতে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করেন পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর।
পরে উদ্ধারকৃত শিশুটিকে তার মায়ের কাছে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর দুপুর ২ টা ২০ মিনিটের মধ্যে যে কোন সময় প্রকাশ্যে শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগানস্থ গ্রামের নাভারণ ক্লিনিকের বিছানা থেকে ১ দিনের বয়সের নবজাতক শিশুটি চুরি হয়। এ সংক্রান্তে শার্শা থানায় মামলা হয়। মামলা নং ১৪ তারিখ ৯/৯/২১ ইং ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২০১২ এর ১০(২) রুজু করা হয়।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com