শার্শা(বেনাপোল) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় শুরু হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ধোয়ামোছা ও পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ। চলতি মাস থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনার খবরে নড়েচড়ে বসেছে অভিভাবক মহল। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নবীন শিক্ষার্থীদের মাঝে। সরেজমিনে ঘুরে দেখা যায়, যশোরের শার্শা উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকদের তত্ত্বাবধায়নে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ডেকে এনে একত্রিত করে ক্লাসরুমের চেয়ার টেবিল বেঞ্চে দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ধুলোবালীর স্তূপ পড়ে জমে আছে। আর এ ময়লা আবর্জনা পরিস্কার করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছে উৎসুক শিক্ষার্থীরা। মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় দীর্ঘ ২ বছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাই কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ না থাকায় শিক্ষার্থীরা কিছুক্ষণের জন্য হলেও আবেগআপ্লুত হয়ে পড়ে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সঠিক সময়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন অভিভাবক মহল ও সুধী সমাজ।