শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ডিসেম্বর)বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও)মীর আলিফ রেজা।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী বিশ্বাস,বাগআঁচড়া ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি আব্দুর রফিক খোকন,ছাত্তার, শাহজাহান কবির বিশ্বাস, আসমা খাতুন, শারমিন সুলতানা, সালিমা খাতুন, আসাদুল ইসলাম মেম্বর, ধাবক, ইউপি সদস্য শামীম কবির মেম্বর, কামরুজ্জামান মেম্বর, মতিয়ার রহমান মেম্বর আব্দুল মালেক মেম্বর,বাবলুর রহমান মেম্বর, মোজাম গাজী মেম্বর, জিয়াউর রহমান মেম্বর,আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান,যুবলীগ নেতা আরিফুজ্জামান শিপলু,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদ আসলাম সরদার বাপ্পি, ইউপি মেম্বার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও নবনির্বাচিত সকল সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং দায়িত্ব হস্তান্তর করা হয়। উল্লেখ্য,গত ৮ জানুয়ারি জেলা প্রশাসকের অডিটোরিয়ামে শার্শা ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ১২ জানুয়ারি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।