শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ
২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নে দলীয় ঘোষিত নৌকার প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করলেন উলশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়নাল হক। শুক্রবার (২৬ই নভেম্বর) সকালে শার্শা উপজেলা চত্তরে শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের পরামর্শে ও নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ান আয়নাল হক। আয়নাল বলেন, ইউনিয়নবাসীর ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও মাননীয় প্রতিমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে, আমি নৌকার মাঝিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এসময় দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।