সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
আজ বৃহস্পতিবার সকালে শান্তির পায়রা উড়িয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।