ভোলা প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন হাছনাইন আহমেদ হাছান মিয়ার উদ্যােগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে ইলিশা নিজামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার বিকালে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন খেলার পৃষ্ঠপোষক ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া। এসময় প্রধান অতিথির বক্তব্য হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, যোগ্য নাগরিক হিসেবে গড়তে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধশালী করতে সব ধরনের আয়োজন অব্যাহত রেখেছেন। শত ব্যস্ততার মাঝেও তিনি তৃনমুল পর্যায়ের ভালো খেলোয়াড়দের চিহিৃত করে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতি সম্প্রতি বাজেটে ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য বাজেট প্রনয়ন করায় ভবিষ্যতে ফুটবল অঙ্গনও বিশ্বে ব্যাপক সুনাম কুড়াতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যুব সমাজকে বিপথগামী হতে রক্ষা করার সর্বোৎকৃষ্ট পন্থাই হচ্ছে তাদেরকে খেলাধুলা প্রেমী করে গড়ে তোলা। সবলতা এক দিকে মানুষের জনমুহুর্তের অঙ্গীকার ঠিক তেমনি শারীরিক সুস্থ্যতায় মানসিক বলিষ্ঠতার উপায় ও উপকরণ। এ সময় তিনি ভোলার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সরোয়াদী, সহ সভাপতি হোসেন মিয়া, ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ শেখ ফরিদ উদ্দিন, এস আই ইশতিয়াক আল মামুন, এস আই ছিদ্দিক, প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, লোকমান মেম্বার, কামাল মেম্বার, শাহে আলম মেম্বার, মালেক মিঝি, ফজলে রাব্বি লাভু, নাফিজ মিয়া, কবির মাল, জশিম হাওলাদার, মিলন হাওলাদার,ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক মঞ্জু মাষ্টারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।