লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপিকে নিয়ে কটুক্তি করায় সাবেক ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন বক্করকে (হাতীবান্ধা-পাটগ্রামে) অবাঞ্ছিত ঘোষণা করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ হাতীবান্ধা উপজেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগর, হাতীবান্ধা উপজেলা যুবলীগের সভাপতি সাহিনুর ইসলাম শাহিন, ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, মহিলা আওয়ামী লীগের সভাপতি রশিদ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার প্রমুখ। প্রসঙ্গত, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।