লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৯০ পিস ইয়াবাসহ সাদ্দম হোসেন ও প্রকাশ চন্দ্র বর্মন নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাসের দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই ইউনিয়নের বালাপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও একই উপজেলার শিয়ালখাওয়া এলাকার যাদু বর্মনের ছেলে প্রকাশ চন্দ্র রায় (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৯০ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।