কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ভবানীগন্জ ইউনিয়ন চর ভূতা গ্রামের রাস্তার মাথা এলাকায় জেলে মোঃ রিপন কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কাশেম গংদের বিরুদ্ধে।
আহত মোঃ রিপনের বাবা দিন মজুর মোঃ দুলাল সাংবাদিকদের জানান, আমার ছেলে নদীতে মাছ ধরার কাজে লক্ষ্মীপুর জেলার রামগতি চেয়ারম্যান ঘাট নামক স্থানে নদী মাছ ধরার কাজ করতেন। স্থানীয় আবুল কাশেম গংরা গত ১৩ আগষ্ট নদী থেকে আমার ছেলে কে ধরে এনে মিথ্যা চুরির অভিযোগে একই গ্রামের পাশের বাড়ীর মৃত ফরিদ মিয়ার ছেলে আবুল কালাম ও আবুল কালামের ছেলে আবুল কাশেম, আলী আশ্রাদ, মোঃ ফিরুজসহ
অজ্ঞাতনামা আরো ৫/৭ জন মিলে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় করে স্থানীয় দোকানের সামনে মৃত ভেবে পেলে রেখেদেয়। পরে খবর পেয়ে আমিসহ আমার পরিবারের সদস্যা মিলে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা শেষে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিয়ে আসছি।
আমি আমার আহত ছেলের চিকিৎসা কাজে মেডিকেল থাকাকালে অবস্থায় অভিযুক্তরা আমার পরিবার কে হুমকি-ধামকি দিচ্ছে।
আহত রিপনের বাবা আরো জানান,ছেলে চিকিৎসা শেষে আমি অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্তা নিব।
এবিষয়ে জানতে আবুল কালাম,আবুল কাশেম,আলী আশ্রাদ কে ফোন দিলেও ফোন রিচিব করেন নাই।