মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের হাজী আরিফ সড়কটির বেহাল দশা। এ সড়কটি ঘূর্ণিঝড় রিমাল ও দাউদখালী নদীর ভাঙ্গনের কারণে সড়কের বিভিন্ন জায়গা ভেঙ্গে যায়। রাস্তাটির ইট ও খোয়া উঠে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেইসাথে অশংখ্য ছোট-বড় গর্তও। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে প্রায় এক মাস ব্যাপী সড়কটি সংস্কার করেন গ্রামের তরুণ সমাজ সেবক শেখ সাইফুজ্জামান। তার অর্থায়নে সংস্কার করা হয় সড়কটি। এর আগেও তিনি এলাকায় শিক্ষার্থীদের উপবৃত্তি, অসহায়দের চিকিৎসাসেবাসহ নানা সমাজসেবামূলক সকল কর্মকাণ্ডে তরুণের অবদান রয়েছে।
এই রাস্তাটি সংস্কার হলে কয়েজ হাজার মানুষের চলাচলের ভোগান্তি কমবে।
গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা আত্মকর্ম সংস্থানের জন্যে পোল্ট্রি ফার্ম ও গরু ছাগলের ফার্ম গড়ে তুলেছেন। তাদের ফার্ম থেকে উৎপাদিত মুরগী বাইরে বিক্রির জন্যে ওই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটি বড়দিয়া হয়ে উপজেলা সদর ও জেলা শহরে যোগাযোগর এক মাত্র মাধ্যম এ সড়কটি।