রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ড.সেলিনা আখতারের পদত্যাগের লিখিত দাবিনামা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকবৃন্দ। রবিবার দুপুরে রাবিপ্রবি’র ১৭জন শিক্ষক ভিসি প্রফেসার ড.সেলিনা আখতারের পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা।
শিক্ষকবৃন্দ বলেন,ভিসি প্রফেসার ড.সেলিনা আখতার ও তার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক রুহুল আমিন- এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রত্যেক কমিটিতে নিজের পছন্দে মত লোক রাখা, নিজের স্বামীর মতামত শিক্ষকদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাত করা,বিধি মোতাবেক প্রশাসনিক বাঁধা দেওয়া ও বিভিন্ন ভাবে শিক্ষকদের হয়রানি করা সহ কটুক্তি আচার ব্যবহার করা।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে বিভিন্ন পদে তাঁর স্বামীকে অন্তর্ভুক্তি করে বিশ্ববিদ্যালয়ে অনিয়ম দুনীতি করেছে। ভিসির স্বামীর বিভিন্ন
অনিয়ম দুনীতি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। এছাড়াও ভিসির চরম অনিয়ম দুর্নীতি প্রকাশ পেয়েছে। তাঁর স্বামী ও ভিসি বিশ্ববিদ্যালয় তাদের আয়ত্ত্বে রেখেছে। রবিবার সন্ধ্যা ৬ টার মধ্যে পদত্যাগ না করলে আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেব।