জালিস মাহমুদ, পিরোজপুর
পিরোজপুর জেলার নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রনি হাওলাদারকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
এম খোকন কাজী জানান, গত বৃহস্পতিবার জেলা যুবলীগের বর্ধিত সভায় শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগ নেতা রনি হাওলাদার রাজাকারের ছেলে হিসাবে কেন্দ্রীয় নেতাদের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয়।
জানা গেছে, ২০১৯ সালের ২ অক্টোবর সম্মেলনের মাধ্যমে ওই ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। এতে শেখ মো. মিজানুর রহমান মিঠু ও মো. হাসিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটিতে ওই রনি হাওলাদারকে সহ-সভাপতি করা হয়।
অভিযোগের বিষয়ে রনি হাওলাদার বলেন, আমি ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করি।ছাত্রজীবন শেষ করে শ্রীরামকাঠী ইউনিয়নে ৯ নং ওয়ার্ড যুবলীগের নির্বাচিত হই। এসময় আমার বিরুদ্ধে কোন অভিযোগ উত্থাপিত হয়নি। যখন আমাকে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নির্বাচিত করা হয়েছে তখন থেকেই একটি গ্রুপ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধু আদর্শ ও রাজনৈতিক দর্শন মনে প্রাণে লালন করছি।
উল্লেখ্য, সদ্য অব্যহতি প্রাপ্ত যুবলীগ নেতা রনি হাওলাদার এর পূর্বে শ্রীরামকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।